জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে দিকে তার বিরুদ্ধে এ রায় দেয় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এ সময় সাবেক এমপি আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। হামলায় সমন্বয়ক সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।
এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠায় পুলিশ পরে বিচার ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে পাঠানো আবেদনে পুলিশ উল্লেখ করেছে, আসামি আব্দুল আজিজসহ আসামিরা বৈষম্যবিরোধী ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে তাদের উপর এলোপাতাড়ি মারধর করে। এটি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্তের স্বার্থে আব্দুল আজিজকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায়। তিনি কারাগারের বাইরে আসলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।
আজ সকাল ১০টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৯ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার গোলপোখর থানার পুলিশ দুই বাংলাদেশিকে আটক করেছে। বৃহস্পতিবার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে