Ad T1

রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তলসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১১: ৩৩
রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন মেহেদী হাসান মুন্না (২৮), হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫)।
গত শনিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
জানা যায়, শনিবার গভীর রাতে ওয়ারেন্ট তামিল করতে চারঘাট মডেল থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় রাত প্রায় ৩টার দিকে রায়পুর মহাজনপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান পরিচালনাকালে তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। পরে সেখান থেকে মেহেদী হাসান মুন্না, হৃদয় আহম্মেদ ও মুমুনুর রশিদকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের বাড়ি রায়পুর এলাকায়। এরা আত্মগোপনে ছিলেন। মেহেদী হাসান মুন্নার শরীর তল্লাশি করলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে চারঘাট মডেল থানায় মামলা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটককৃতরা কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য কিনা জানার জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের প্রেরণ করা হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত