উপজেলা প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন মেহেদী হাসান মুন্না (২৮), হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫)।
গত শনিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
জানা যায়, শনিবার গভীর রাতে ওয়ারেন্ট তামিল করতে চারঘাট মডেল থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় রাত প্রায় ৩টার দিকে রায়পুর মহাজনপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান পরিচালনাকালে তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। পরে সেখান থেকে মেহেদী হাসান মুন্না, হৃদয় আহম্মেদ ও মুমুনুর রশিদকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের বাড়ি রায়পুর এলাকায়। এরা আত্মগোপনে ছিলেন। মেহেদী হাসান মুন্নার শরীর তল্লাশি করলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে চারঘাট মডেল থানায় মামলা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটককৃতরা কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য কিনা জানার জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের প্রেরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে আ.লীগের প্রেতাত্মারা। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিভাবে ফ্যাসিস্টদের আবারও দেশে আনা যায়।
১২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম পর্যায়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। পরীক্ষার এই ব্যস্ত সময়ে অন্যান্য সংগঠনের মতো ভর্তিচ্ছু ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাবি শাখা।
২১ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
২২ মিনিট আগেশনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাদুল্লাপুরে মেঘনা ধনাগোদা বেড়িবাধ সংলগ্ন নয়াকান্দি ব্রিজের গোড়ায় পুলিশের দৌড়ে দেয় কয়েকজন অজ্ঞাত লোক। এসয় তারা ঝোপের মধ্যে একটি ব্যাগ ফেলে যায়।
২৮ মিনিট আগে