জেলা প্রতিনিধি, নাটোর
নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে থাকতে পারে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি যাওয়া তালিকায় নগদ ৮৯ লাখ টাকা ও প্রায় ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ৩৮ হাজার টাকা মূল্যের রুপা রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পদ খোয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ভাবে চারজনকে আটক করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সিআইডি, ডিবিসহ জেলা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে কোনো সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। শুক্রবার ছুটির দিন থাকায় বেলা ১১টার দিকে আদালতে কর্মরত পুলিশ সদস্যরা মালখানার পিছনের জানালার গ্রিল কাটা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোজার মাঝামাঝি সময়ে গভীর রাতে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রাইভেটকারে রাজশাহীর বাসায় নিয়ে যাওয়ার সময় উদ্ধারকৃত ৩৭ লাখ টাকা সহ ১০ ভরি স্বর্ণ ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, কি কি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য জব্দ তালিকার সাথে মালখানায় থাকা অবশিষ্ট মালামাল যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত চুরি হওয়া মালামালের সঠিক হিসাব
বলা যাচ্ছে না। চারজন আটকের তথ্য নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে আটকদের পরিচয় আপাতত তিনি প্রকাশ করতে রাজি হননি।
এমএস
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে সহস্রাধিক গ্রাহকের শত কোটি টাকার বেশি জামানত আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতার বিরুদ্ধে। গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র সমবায় সমিতির ব্যানারে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঞ্চয় হাতিয়ে নেওয়ার পর অভিযুক্তরা এখন গা-ঢাকা দিয়েছেন
২৯ মিনিট আগেচট্টগ্রামের সন্দ্বীপে ১২ দশমিক ৩৪০ কিঃ মিঃ বেড়ীবাঁধ পুনর্বাসন ঢাল সংরক্ষণের কাজ শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জামান ব্রাদার্স। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরুর কথা ছিল।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। কারাবাস এবং শারীরিক আঘাতের মধ্যেও তিনি দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান দলের নেতাকর্মীরা।
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগে