জেলা প্রতিনিধি, দিনাজপুর
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন ও অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে কলেজের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় করেছেন। উত্তরের তিন জেলায় দুই দিনের সফরের প্রথমদিনে তিনি শনিবার দুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ডা. মো. মাসুদুর রহমান ও উপ-পরিচারক (সরকারি বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মো. বাকী বিল্লাহ।
দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোজাম্মেল হক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌসসহ মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকের কলেজে এসে পৌঁছালে কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কলেজ ক্যাম্পাসে ৩টি গাছের চারা রোপন করেন।
সব শেষে অধ্যাপক ডা. নাজমুল হোসেন কলেজের হোস্টেলসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।
দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা অর্জনের অভিযোগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
৩৫ মিনিট আগেসাভারে স্ত্রীকে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ উদ্ধার করতে বলেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
২ ঘণ্টা আগেতিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে