Ad T1

বাংলাদেশ-ভারত সরকারের তিক্ততায় এবার হচ্ছে না সীমান্তে মিলনমেলা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০: ৪৩
বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও পাশের উপজেলা হরিপুরে দু’পারের আত্মীয়-স্বজন ভাই বোন প্রাণের মানুষদের সাথে দেখা হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ-ভারত তিক্ত সম্পর্কের কারণে এবার দুই বাংলার মিলনমেলা হচ্ছে না ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান। মিলন মেলায় নিষেধাজ্ঞা দেওয়ায় দু’দেশের আত্মীয় স্বজনদের মাঝে দেখা হবে না। এ নিয়ে অনেকের মাঝে হতাশা ও চাপা কষ্ট। দু’পারের মানুষের মুখরিত মিলন মেলা স্থল এখন সুনসান নিরবতা বিরাজ করছে ।
বছর ঘুরে একটি দিন আসে ওপারের আত্মীয় সজন দের দেখার কথা বলার যে আকুতি তা বিলীন হয়ে গেছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতি বছর ১৪এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্তে বসে এ মিলন মেলা। কাঁটাতার মাঝে রেখে দু’দেশের মানুষ মিলিত হতেন কত অব্যক্ত কথা বলার ছিল তাদের তা এবার হলো না । । এবছরেও আগামীকাল সোমবার হওয়ার কথা ছিল মিলন মেলা। কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির তিক্ততা এবং কূটনৈতিক সম্পর্কের ছেদ পড়ায় ও কোন অস্থিতিকর পরিবেশ সৃষ্টির আশঙ্কার কারণে ওই স্থানে বিশৃঙ্খলা বিভিন্ন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
প্রতিবছরেই দুই দেশের সীমান্তে জড়ো হতো মানুষ এক মধুর দৃশ্য আবেগঘন পরিবেশের সৃষ্টি
হতো। সবাই একে অপরকে আলিঙ্গন করে সব ভেদাভেদ ভুলে যেত কিছু সময়ের জন্য মনের ভাব বিনিময় করে আবার চলে যেত কিন্তু এবার সেই অন্যরকম আনন্দ চোখে পড়বে না।
স্থানীয় বাসিন্দা মোবারক বলেন বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিবছর এখানে একদিনের
জন্য মেলা বসে আসছে। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায়
সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত। কিন্তু বর্তমানে দেশে অর্ন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। ‘একটি গোষ্ঠী’ আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন পরিস্থিতিতে
বিবেচনায় এনে প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে । তাই এবার মিলনমেলা হবে না। মিলন মেলা না হওয়ায় আশাহত হয়ে দুওে দুরন্ত থেকে আশা মানুষ ফিরে গেছে ।
এ বিষয়ে রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে ৫০ বিজিবির সিও তানজীর আহমেদকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।
এমএস
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত