Ad T1

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভয়াবহ আগুন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১১: ২৬
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার সময় জেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষগুলোতে হঠাৎ আগুন লাগে। পরে আগুন বাড়তে থাকে। স্কুলের পাশেই পুলিশ সুপার কার্যালয়।
আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
করে। তার আগেই চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিম।
সরেজমিন দেখা যায়, কয়েকটি শ্রেণিকক্ষে থাকা চেয়ার, টেবিল, ফ্যানসহ মালামাল পুড়ে গেছে।
কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন জানান, চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল এখানে। তবে যেসব কক্ষে আগুন লেগেছে সেগুলোতে পরীক্ষা নেয়া হয়নি। যেভাবে গতকাল এসএসসি পরীক্ষা হয়েছে আগামীতেও সেভাবেই হবে।
তিনি বলেন, আনুমানিক সাত লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই দুটি ইউনিট নিয়ে আগুন নিভানোর কাজ করেছি। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। আগুনের হাত থেকে রক্ষা করা গেছে প্রায় ১০ লাখ টাকার মালামাল।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত