Ad T1

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রংপুর
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৯: ৫০
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগর বিএনপির আয়োজনে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন,মহানগর যুবদলের নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গাজায় তারা বোমা নিক্ষেপ করছে। শত শত নারী-পুরুষের লাশ গাজায় পড়ে আছে। ‘সারা পৃথিবীর মানুষকে এক হয়ে যার যার জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, ওলেমা দল, মহিলা দলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত