উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের গরু নিতে এসে খালি হাতে ফিরে গেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধা ভোগীরা। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রাণিসম্পদ চত্বরে ‘সমতল ভূমি বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় ৭০টি বকনা (গরু) বিতরণের কথা ছিলো। এ লক্ষ্যে প্রাণিসম্পদ চত্বরে প্যান্ডেল সাজানো হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুলসহ ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাভোগী উপস্থিত হন।
কিন্তু গরু সরবরাহের দায়িত্বে থাকা জেনটেক ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান টেন্ডারের শর্তানুযায়ী বকনা (গরু) সরবরাহ না করায় প্রতিবাদ জানান সুবিধাভোগীসহ উপস্থিত সচেতন মহল। দীর্ঘ বাকবিতণ্ডার পর গরু বিতরণ কার্যক্রম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।
সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্ত্বরে ঠিকাদারী প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল কর্তৃক সরবরাহকৃত ৭০টি বকনা (গরু) সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। বকনা গুলোর বয়স তুলনামূলক কম এবং শারীরিক ভাবে দুর্বল ও হাড্ডিসার। শর্তানুযায়ী প্রতিটি বকনার বয়স দেড় বছর ও ওজন ১০০ কেজির কথা থাকলেও সরবরাহকৃত বকনা গুলোর বয়স ৬ মাস থেকে ১ বছর ও ওজন গড়ে ৬০ থেকে ৭০ কেজি। এনিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
উপজেলার বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামের মৃত মঙ্গঁল সরেনের ছেলে মাটালু সরেন বলেন, সরকার হামাক (আমাদেরকে) যেঙ্ক্যা (যেমন) বাজেট দিছে ওমরা (তারা, ঠিকাদার) হামাক সেঙ্ক্যা (তেমন) গরু দিবে। ওমরা টাকা মারি খাওয়ার জন্যে হামাক খট্টা (ছোট দুর্বল) গরু দিবে ক্যানে।
অনিয়মের ব্যাপারে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনালের কর্মকর্তা কাউকে পাওয়া যায়নি। ঠিকাদারের কর্মচারী ওমর ফারুক বলেন, আমরা কর্মচারী। আমাদেরকে যেভাবে ঠিকাদার গরু আনতে বলেছে আমরা সেভাবেই এনেছি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান আমরা নির্দেশনা অনুযায়ী গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করেছি।
বকনা (গরু) বিতরণ অনুষ্ঠানে আসা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, আমরা ঠিকাদারের কাছে শর্তমত বকনা (গরু) বুঝে পাইনি। তাই বিতরণ কার্যক্রম স্থগিত করেছি। প্রতিবাদ জানানোর আগে গরু বুঝে না নেয়ার কারন জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, শর্তানুযায়ী বকনা (গরু) সরবরাহ না করায় বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, জেনটেক ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান বিগত হাসিনা সরকারের সময় এই প্রকল্পের দায়িত্ব পান। প্রকল্পটি ২৬ সাল পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়। এর আগেও কয়েকটি উপজেলায় অনিয়ম করেই বকনা সরবরাহ করে বলে জানায় উপস্থিত সচেতন মহল।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের গরু নিতে এসে খালি হাতে ফিরে গেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধা ভোগীরা। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রাণিসম্পদ চত্বরে ‘সমতল ভূমি বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় ৭০টি বকনা (গরু) বিতরণের কথা ছিলো। এ লক্ষ্যে প্রাণিসম্পদ চত্বরে প্যান্ডেল সাজানো হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুলসহ ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাভোগী উপস্থিত হন।
কিন্তু গরু সরবরাহের দায়িত্বে থাকা জেনটেক ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান টেন্ডারের শর্তানুযায়ী বকনা (গরু) সরবরাহ না করায় প্রতিবাদ জানান সুবিধাভোগীসহ উপস্থিত সচেতন মহল। দীর্ঘ বাকবিতণ্ডার পর গরু বিতরণ কার্যক্রম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।
সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্ত্বরে ঠিকাদারী প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল কর্তৃক সরবরাহকৃত ৭০টি বকনা (গরু) সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। বকনা গুলোর বয়স তুলনামূলক কম এবং শারীরিক ভাবে দুর্বল ও হাড্ডিসার। শর্তানুযায়ী প্রতিটি বকনার বয়স দেড় বছর ও ওজন ১০০ কেজির কথা থাকলেও সরবরাহকৃত বকনা গুলোর বয়স ৬ মাস থেকে ১ বছর ও ওজন গড়ে ৬০ থেকে ৭০ কেজি। এনিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
উপজেলার বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামের মৃত মঙ্গঁল সরেনের ছেলে মাটালু সরেন বলেন, সরকার হামাক (আমাদেরকে) যেঙ্ক্যা (যেমন) বাজেট দিছে ওমরা (তারা, ঠিকাদার) হামাক সেঙ্ক্যা (তেমন) গরু দিবে। ওমরা টাকা মারি খাওয়ার জন্যে হামাক খট্টা (ছোট দুর্বল) গরু দিবে ক্যানে।
অনিয়মের ব্যাপারে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনালের কর্মকর্তা কাউকে পাওয়া যায়নি। ঠিকাদারের কর্মচারী ওমর ফারুক বলেন, আমরা কর্মচারী। আমাদেরকে যেভাবে ঠিকাদার গরু আনতে বলেছে আমরা সেভাবেই এনেছি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান আমরা নির্দেশনা অনুযায়ী গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করেছি।
বকনা (গরু) বিতরণ অনুষ্ঠানে আসা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, আমরা ঠিকাদারের কাছে শর্তমত বকনা (গরু) বুঝে পাইনি। তাই বিতরণ কার্যক্রম স্থগিত করেছি। প্রতিবাদ জানানোর আগে গরু বুঝে না নেয়ার কারন জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, শর্তানুযায়ী বকনা (গরু) সরবরাহ না করায় বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, জেনটেক ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান বিগত হাসিনা সরকারের সময় এই প্রকল্পের দায়িত্ব পান। প্রকল্পটি ২৬ সাল পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়। এর আগেও কয়েকটি উপজেলায় অনিয়ম করেই বকনা সরবরাহ করে বলে জানায় উপস্থিত সচেতন মহল।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্বহেডের ধাক্কায় আতাবর (৬৫) নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে।
৩৭ মিনিট আগেঅস্ত্র ও গুলিসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া দস্যুদের জিম্মি থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগেভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়াশাহ বাবার মাজারে রোববার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধাপ্রাপ্ত এবং লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ্যাসিল্যান্ড আনোয়ার হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের তাড়াশে মামা-মামী ও মামাতো বোন হত্যার দায়ে ভাগ্নের রাজবী কুমার ভৌমিক (৩৬) এর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে