Ad T1

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান বুলবুল খান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৩: ৩৪
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ৩০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। মঙ্গলবার ভোরে উপজেলার নিশাপট গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল খান নিশাপট গ্রামের আজম খানের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুলবুল খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় দায়ের করা শায়েস্তাগঞ্জ থানায় ৩ নম্বর আসামি। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৫ মার্চ রাতে ইউপি চেয়ারম্যান বুলবুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ওই সময় স্বীকারোক্তি মতে তার বাসায় সোফার নিচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ওই মামলার রায় ২০২০ সালের ৪ ফ্রেবুয়ারি ঘোষণা করা হয়।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত