Ad T1

পুলিশকে হামলা করে ছিনিয়ে নেয়া আ.লীগ নেতা আবারো গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২০: ৪৬

সিলেটের ওসমানীনগরে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আকছার আহমদ আত্মীয়-স্বজনরা পুলিশকে হামলা করে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেয়ার ১৫ দিন পর গ্রেপ্তার হন।

সোমবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মোড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এর আগে গত ৩১ মার্চ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আকছার আহমদকে উপজেলার পশ্চিম পৈলনপুরের হাজিপুর গ্রাম থেকে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে তার আত্মীয় স্বজনরা পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় হলেও পুলিশের নিষ্ক্রিয়তায় জনমনে প্রকাশ পায়।

স্থানীয় সূত্র জানায়, ওসমানীনগরের সবচেয়ে আলোচিত আসামি আওয়ামী লীগ ক্যাডার আকছার আহমদের আত্মীয় স্বজনরা পুলিশকে মারধর করে ছিনিয়ে নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের উপর হামলার একটি ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিও পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার দৃশ্য পরিষ্কার দেখা যায়। এতে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়।

প্রশ্ন উঠে আসামি ও তার আত্মীয় স্বজনদের ক্ষমতা নিয়ে।

আলোচিত সেই ঘটনায় দীর্ঘ দিনেও ছিনিয়ে নেওয়া ক্যাডারকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ঘটনার পিছনে ঘটনার জন্ম দেয়। উঠে পুলিশের সাথে আসামি ও তার আত্মীয় স্বজনদের সাথে সখ্যতার বিষয়। স্বীকারও করেন আসামির আপন সহোদর জয়নাল আবেদীন। তা বক্তব্য থেকে বেড়িয়ে আসে অনেক অজানা। মামলার বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় জানতে আকছার আহমদের ভাই জয়নুল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি বলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ আশরাফুজ্জামানের সাথে তাদের পরিবারের সাথে সুসম্পর্কের কারণে স্থানীয় এক চেয়ারম্যানের মাধ্যমে আসামিকে লাপাত্তা রাখার উদ্দেশে বাড়িতে হাতকড়ার চাবি পাঠিয়ে হাতকড়া ফেরত আনা হয়। কিন্তু পুরোপুরি বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন সিলেটের ওসমানীগর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। তিনি বলেন এ ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন।

গত ১৩ এপ্রিল গণমাধ্যম এরকম একটি সংবাদ প্রকাশের পর ২৪ ঘণ্টায় আলোচিত আসামি আকছার আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ১৮ জন আসামি করে পুলিশের দায়ের করা ‘এ্যাসল্ট’ মামলায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছিল মাত্র দু’জন আসামি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত