Ad T1

প্রস্তুতি সভায় সিলেট জেলা প্রশাসক

পহেলা বৈশাখে অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২৩: ৪৭

বাংলা নববর্ষ উদযাপনে অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনের বাহিরে অতিরিক্ত সামগ্রী বহন না করার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বুধবার সিলেটে এক প্রস্তুতি সভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকল জাতি গোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

সভায় জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পহেলা বৈশাখে উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্ত ও বস্ত্র শিল্প মেলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইদিন সকাল ৯টায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক বলেন, বৈশাখী অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য নিরাপত্তা বাড়ানো হবে। পাশাপাশি নববর্ষের অনুষ্ঠানের নামে জেলার কোথাও যেন জুয়া বা অশ্লীল কিছু কোনোক্রমেই স্থান না পায় সে বিষয়ে স্থানীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

বিষয়:

সিলেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত