জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য বিভিন্ন মহল থেকে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে। এরা দেশে একটা নৈরাজ্যকর উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। এর মধ্যে অনেকেই ঢুকার চেষ্টা করছে। হাজার হাজার মানুষ যখন নামবে তার মধ্যে বিশৃঙ্খলার জন্য একটা গ্রুপ পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা দেখছেন, অলরেডি কালো পতাকা নিয়ে মিছিল করা হচ্ছে, তারা মাথায় টুপি দিয়ে আসছে। আসলে তারা একটা গ্রুপের হয়ে কাজ করছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। আমাদের মৌলভীবাজার জেলা শান্ত রয়েছে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো।
তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী সর্বোপরি সকলে তৎপর। এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ মানুষও শান্তি প্রিয়। মৌলভীবাজার বাসী শান্তি প্রিয় বলেই এ জেলা শান্ত আছে। এ শান্তি প্রিয়টাকে যেন আমরা ধরে রাখতে পারি। এসব নিয়ে সকলে সতর্ক থাকতে ও আইন শৃঙ্খলা বাহিনী কে সার্বিক সহযোগিতা করতে হবে।
জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, অন্যান্য স্থানের তুলনায় এজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো অবস্থানে রয়েছে। আমরা পুলিশ বাহিনী যে কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টিতে আছি। কোন অপরাধ করে কেউ পার পাবে না।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার, পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ, জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো. সায়েদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ প্রমুখ সভায় অংশ নেন।
আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করা হয়েছে।
৭ মিনিট আগেহবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী।
১১ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে।
২৫ মিনিট আগেআজ সকাল ১০টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে