Ad T1

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান

অশুল্ক বাধা দূর করার প্রতি গুরুত্ব দেওয়া হবে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৯: ২৩
আগামী বাজেটে ব্যবসা-বাণিজ্যের গতি আনতে অশুল্ক বাধা দূর করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আমাদের লক্ষ্য ব্যবসাকে সহজ করা।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজস্ব বাড়ানো ও ব্যবসার পরিবেশ বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।
শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পরিস্থিতির আলোকে আগামী বাজেট প্রণয়ন করা উচিত বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব উল্লাহ। তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক নিয়ে যা করছেন তা বিশ্বায়নের জন্য একটি বাধা এবং এরফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তৈরি হতে পারে। আর এ ধরনের মন্দার কারণে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, শুধু মাত্র আমেরিকা থেকে পণ্য আমদানি বাড়িয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়। এ জন্য বড় পরিসরে একটি স্টাডিজের ব্যবস্থা করতে হবে।
প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএর পক্ষ থেকে এ খাতে করপোটের করের হার ১২ শতাংশ অব্যাহত রাখার দাবি জানানো হয়।
খাত সংশ্লিষ্টরা বলেন, সরকার ইতোমধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন যদি করপোরেট করের হার বাড়ানো হয় তাহলে এ ধাক্কা সামাল দেয়া কঠিন হবে। আগামী আরও কয়েক বছর পর্যন্ত হ্রাসকৃত হারে করপোরেট কর সুবিধা অব্যাহত রাখার দাবি জানান। করপোরেট করের হার কমানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দর্ঘিদিন ধরে পোষাক খাত এ সুবিধা পেয়ে আসছে। আর কত? আমাদের একটা সময় এটা থামাতে হবে। বর্তমান সময়কে এটার জন্য উপযুক্ত সময় বলে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, সবার জন্য একই কর হার নির্ধারণ করতে হবে। তামাক, টেলিকম ক্ষেত্রে করপোরেট করের হার বেশি। আবার কিছু কিছুক্ষেত্রে করের হার কম আবার কোন ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। কম হারে কিংবা কর অব্যাহতি সুবিধা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে হবে। এ জন্য কর অব্যাহতি একেবারে কমিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।
আলোচনায় আরও অংশ নেয় বিকেএমইএ, বিটিএমইএ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), এসএমই ফাউন্ডেশন, এসএমএসি, পিডব্লিউসি।
এমএস
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত