Ad T1

দুই হাজার কোটি টাকার সুকক বন্ড ছাড়ছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২০: ০০
ইসলামী ধারার সুকক বন্ড ছেড়ে দু’হাজার কোটি টাকা তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে এ বন্ড ছাড়া হবে। খরচ হবে রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পটির বিপরীতে ইস্তিসনা ও ইজারা পদ্ধতিতে দু’হাজার কোটি টাকার সাত বছর মেয়াদি সুকুক ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলোচ্য সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে, যার মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার ৬৫টি উপজেলার পল্লি এলাকায় সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের মাধ্যমে আধুনিক নাগরিক সুবিধা স্থাপন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রকল্প এলাকায় পল্লি সড়কের ধারণক্ষমতা ও সড়ক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে কৃষি এবং অকৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন ও বাজারজাতকরণ সুবিধা সম্প্রসারণ এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে। সে বিবেচনায় সুকুকটির নামকরণ আর্থসামাজিক উন্নয়ন সুকুক করা হয়েছে। আগামী মে মাসে আলোচ্য প্রকল্পটির বিপরীতে সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএস

বিষয়:

সুকক বন্ড
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত