অর্থনৈতিক রিপোর্টার
ইসলামী ধারার সুকক বন্ড ছেড়ে দু’হাজার কোটি টাকা তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে এ বন্ড ছাড়া হবে। খরচ হবে রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পটির বিপরীতে ইস্তিসনা ও ইজারা পদ্ধতিতে দু’হাজার কোটি টাকার সাত বছর মেয়াদি সুকুক ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলোচ্য সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে, যার মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার ৬৫টি উপজেলার পল্লি এলাকায় সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের মাধ্যমে আধুনিক নাগরিক সুবিধা স্থাপন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রকল্প এলাকায় পল্লি সড়কের ধারণক্ষমতা ও সড়ক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে কৃষি এবং অকৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন ও বাজারজাতকরণ সুবিধা সম্প্রসারণ এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে। সে বিবেচনায় সুকুকটির নামকরণ আর্থসামাজিক উন্নয়ন সুকুক করা হয়েছে। আগামী মে মাসে আলোচ্য প্রকল্পটির বিপরীতে সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএস
নাজুক অবস্থায় পড়া ব্যাংকগুলোর অন্যতম বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মামুন মাহমুদ শাহকে নিয়োগের তোড়জোড় চলছে। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর এখন অনাপত্তির জন্য পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে।
১ ঘণ্টা আগেদেশে ২০ লাখ যুবকের কর্মসংস্থান তৈরিতে বিশ্বব্যাংকের সঙ্গে ৮৫ কোটি ডলারের আর্থিক প্যাকেজে স্বাক্ষর করেছে বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের জন্য এ অর্থায়ন করছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থাটি।
২ ঘণ্টা আগেহিসাব জব্দের পাশাপাশি ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওাতধীন কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
১৬ ঘণ্টা আগেদেশের সুবিধা বঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
১৯ ঘণ্টা আগে