অর্থনৈতিক রিপোর্টার
গত রমজান মাস থেকেই নানা তোড়জোড় ছিল ভোজ্যতেলের দাম বাড়ানোর। কিন্তু ঈদের দুই সপ্তাহের মাথায় সয়াবিন তেলের প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিলমালিকেরা। এক সপ্তাহ দর-কষাকষি ও সরকারের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল।
রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম ঘোষণার পর আজ থেকেই তা কার্যকর হয়েছে বলে জানান তারা।
নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।
এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।
জানা যায়, ঈদের আগে ২৭ মার্চ নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। তখন বোতলজাত সয়াবিনের দাম একলাফে লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। আর খোলা সয়াবিন তেলের দাম বাড়াতে চান লিটারে ১৩ টাকা। ভোজ্যতেলের কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা। ওই দিন দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল।
রমজানের আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের ওপর যে শুল্ক-করে রেয়াত দিয়েছিল, তার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হওয়ায় এই দাম বাড়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর ঈদের ছুটি শেষে গত সপ্তাহের শুরু থেকে দফায় দফায় দাম নিয়ে আলোচনা হয়।
তখন প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকার বেশি হবে নাকি কম, তা নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলে। গত সপ্তাহের রবি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দর-কষাকষি হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এদিকে, কারখানার মালিকদের দাবির আগেই ভোজ্যতেলে আমদানি পর্যায়ে শুল্ক-কর রেয়াতের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল ট্যারিফ কমিশন। তবে এনবিআর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরেও রাজশাহীতে অস্থির পেঁয়াজের বাজার। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এ জেলায় মাত্র কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দুই গুণ বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এমন দামকে অস্বাভাবিক বলছেন পাইকারি বিক্রেতারাও।
১ দিন আগেশেয়ারবাজারে মার্জিন লোনের বিপরীতে সৃষ্ট নেগেটিভ ইক্যুয়িটির ফলে সৃষ্ট আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশনিংয়ের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
২ দিন আগেমোবাইল রোমিং সেবার বিপরীতে চার্জ বাবদ অর্থ টাকায় নেওয়ার জন্য মোবাইল অপারেটরদেরকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশগামী বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য মোবাইল রোমিং সেবা সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেবাংলাদেশের রিয়েল এস্টেট খাতে মানসম্পন্ন ভবন নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান শেল্টেক্ (প্রা.) লিমিটেড দুটি নতুন প্রকল্প চুক্তির মাধ্যমে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। প্রকল্প দুটি যথাক্রমে ‘শেল্টেক্ সাবের মরিয়ম স্কয়ার’-যেটি পাঁচলাইশ আবাসিক এলাকার প্লট নম্বর ৮৬-এ এবং ‘শেল্টেক
২ দিন আগে