Ad T1

দেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের হাঙ্গার গ্রুপ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১: ৩৩
চীনের হাঙ্গার গ্রুপের সঙ্গে ১৫০ মিলিয়ন ডলার চুক্তি করেছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটি আগামী ১ থেকে দু’বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান করতে পারবে।
বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাঙ্গার গ্রুপটি চীনের টেক্সটাইল ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। ১৫০ মিলিয়ন ডলার প্রুতিশ্রুতি দিয়ে আসছিল। সে বিনিয়োগ এলে আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ১৫ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা তাদের জন্য জমি বরাদ্দের চেষ্টা করছি।
ইনডিটেক্সের সিইওর কথা তুলে ধরে চৌধুরী আশিক বলেন, ইনডিটেক্সের সিইও প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে না আসলে এদেশ সম্পর্কে ইতিবাচক এ ধারণা কখনোই হতো না বলে জানিয়েছেন তিনি। তারা বাংলাদেশে শুধু ব্যবসা নয় সম্পর্ক আরো গভীর করতে চায়।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দলের সঙ্গে বৈঠক হয়েছে। জারা, ইনডিটেক্সের পুরো ব্যবস্থাপনা টিম এসেছিলেন, লাফার্জ-হোলসিমের এশিয়ার প্রধান দেখা করতে এসেছিলেন।
তিনি বলেন, লাফার্জ-হোলসিমের বড় বিনিয়োগ আসার সম্ভাবনা আছে। বাংলাদেশে ব্যবসা করতে তাদের অনেক সমস্যা হয়েছে। আমরা তাদের ঠিকভাবে ট্রিট করতে পারিনি।

বিষয়:

বিনিয়োগ
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত