Ad T1

বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ১৬
এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন অনিবাসী বাংলাদেশিরা। সেসঙ্গে অসিবাসীদের নামে খোলা বৈদেশিক অ্যাকাউন্টে জমা অর্থে প্রদত্ত সুদের হারও বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে।
রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন শুধু অনুমোদিত ৪টি বৈদেশিক মুদ্রায় অনিবাসীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল। এগুলো হলো- ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েন। এখন অনুমোদিত মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সকল বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সুযোগ দেওয়ার ফলে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে বলে আশা করছেন তারা।
সার্কুলারে বলা হয়, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) অ্যাকাউন্ট এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) অ্যাকাউন্ট খুলতে পারবেন। পিএফসি এবং এনএফসিডি অ্যাকাউন্টের বিপরীতে সুদের নির্ধারিত হারও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

বিষয়:

প্রবাসী
Ad

হাসিনার দুর্নীতি প্রকাশ করায় মাহমুদুর রহমানের নামে হামলা-মামলা

হাসিনা-রেহানা-টিউলিপ-ববিদের গ্রেপ্তারে প্রতিবেদন দাখিল করেনি পুলিশ

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ‘অদৃশ্য’ বুটেক্স: ১৪ বছরেও নেই বিশ্ব তালিকায়

ভারতের পানিতে ডুবল পাকিস্তানের কাশ্মীর, জরুরি অবস্থা ঘোষণা

‘আমার দেশ’র সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বেতাগীতে মানববন্ধন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত