অর্থনৈতিক রিপোর্টার
এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন অনিবাসী বাংলাদেশিরা। সেসঙ্গে অসিবাসীদের নামে খোলা বৈদেশিক অ্যাকাউন্টে জমা অর্থে প্রদত্ত সুদের হারও বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে।
রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন শুধু অনুমোদিত ৪টি বৈদেশিক মুদ্রায় অনিবাসীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল। এগুলো হলো- ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েন। এখন অনুমোদিত মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সকল বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সুযোগ দেওয়ার ফলে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে বলে আশা করছেন তারা।
সার্কুলারে বলা হয়, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) অ্যাকাউন্ট এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) অ্যাকাউন্ট খুলতে পারবেন। পিএফসি এবং এনএফসিডি অ্যাকাউন্টের বিপরীতে সুদের নির্ধারিত হারও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।
ব্যাংক খাতের খেলাপি ঋণ কৃত্রিমভাবে কমাতে দেশের ৬১টি ব্যাংক শুরু থেকে এখন পর্যন্ত সাড়ে ৮১ হাজার কোটি টাকার বেশি ঋণ অবলোপন বা রাইট অফ করা হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ ব্যাংকেরই অবলোপন করেছে ৪১ হাজার কোটি টাকার বেশি।
৭ ঘণ্টা আগেএক সময় দেশের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর কাতারে থাকা পূবালী ব্যাংক এখন শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। দীর্ঘ সংকট উত্তরণের পর প্রতিষ্ঠানটি এখন আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে। বর্তমান সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামগ্রিক ব্যাংক খাত নিয়ে আমার দেশ-এর সঙ্গে কথা বলেছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পর
৯ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক দুটি বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে।
১০ ঘণ্টা আগেসিনিয়র লিডারশিপ টিমের চারজনকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই পদোন্নতি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
১ দিন আগে