Ad T1

দুই সিকিউরিটিজ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১: ৫২
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দুই সিকিউরিটিজ প্রতিষ্ঠানকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেগুলো হলো— শাহজাহান সিকিউরিটিজ ও ডাইনেস্টি সিকিউরিটিজ।
বুধবার বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার বিএসইসির কমিশনার খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জরিমানার সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বর্তমানে না থাকলেও অতীতে কনসোলিডেটেড কাস্টমারস একাউন্টে (সিসিএ) ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজকে জরিমানা করা হয়েছে। তবে শাহজাহান সিকিউরিটিজকে জরিমানার সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিষয়:

বিএসইসি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত