Ad T1

‘মার্চ ফর গাজা’, ঢাকার আকাশে-বাতাসে তাকবীরে ধ্বনি

পীর জুবায়ের
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৭: ০৪
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’কর্মসূচিতে আসা লাখো লাখো মানুষের ‘নারায়ে তাকবীর’ ধ্বনীতে মুখরিত ছিলো ঢাকার আকাশ-বাতাস। এছাড়াও লোকে লোকারণ্যে থাকা উদ্যানের চারপাশেই ছিলো ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান। কেউ হাঁটছেন কেউবা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ তুলছেন স্লোগান স্লোগানে।
এছাড়াও কারও হাতে ছিলো ফিলিস্তিনের ফ্যাস্টুন, মাথায় ছিলো ফিলিস্তিনের পতাকা, কপালে ছিলো ফিলিস্তিনি ব্যাজ। স্লোগানগুলোর মধ্যে, ‘স্বপ্ন দেখি প্রতিদিন’, ‘স্বাধীন হবে ফিলিস্তিন’, ‘তুমি কে আমি কে’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘গাজা শান্তি চায়’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’। আবার কারও গায়ে ‘Free Palestine’ লেখা টি-শার্ট, কারও হাতে ফিলিস্তিনের পতাকা।
বিভিন্ন মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেষ সময়েও ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত ঘটে সাধারণ মানুষের। শনিবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
সরেজমিন দেখা যায়, শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাকবীর দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তরুণ, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের জমায়েত ঘটে। হাজার মানুষের কণ্ঠে নারায়ে তাকবীর আল্লাহু আকাবর তাকবীরে কম্পন ধরে রাজধানীর রাজপথে।
টিটি পাড়া থেকে আসা সোহরাওয়ার্দী অভিমুখে মিছিলে অংশগ্রহণকারি নাজমুল হক বলেন, গাজায় যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা দেখে আমার স্বাভাবিক জীবন থমকে গেছে। আমি বুঝতে পারি না বিশ্ব মানবতা আজ কোথায়? এসময় তিনি বলেন, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান মাধ্যমে ঈমানি জায়গা থেকে দিচ্ছি।
বাড্ডা থেকে আসা মিছিলে অংশগ্রহণকারী জুনায়েদ হাকিম বলেন, আমার পুরো শরীর ফিলিস্তিনের পতাকা দিয়ে ঢেকে রেখেছি। এর মানে কি বুঝেন না, যদি পারতাম তাহলে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়তাম। এসব হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত