Ad T1

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় জড়ো হচ্ছে মানুষ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮: ৩৩
বাংলা বছরের প্রথম দিন আজ। দিনটি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ নানা কর্মসূচি হাতে নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলা সন ১৪৩২-এর প্রথম দিনটিকে বরণ করে নিতে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'র আয়োজন করেছে।
চারুকলা অনুষদের সামনে থেকে সকাল নয়টায় এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বরেণ্য শিল্পী, বিভিন্ন জাতিগোষ্ঠীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে শুরু করেছেন চারুকলার সামনে। সময় গড়ার সাথে সাথে মানুষের এই উপস্থিতিও বাড়তে থাকে।
barsho-2
সকাল সাড়ে সাতটা থেকে মানুষজন চারুকলার আশেপাশে আসা শুরু করেন। অনেকে বন্ধুর সাথে, অনেকে প্রিয়জনকে সাথে নিয়ে, অনেকে পরিবারসহ বর্ষবরণ উপভোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছুটে এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। এতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চারুকলাসহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এদিকে শোভাযাত্রার জন্য লোকজ সংস্কৃতিসহ গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ করে বানানো বিভিন্ন মোটিফ শোভাযাত্রায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।
শোভাযাত্রায় অংশ নিতে আসা আগতদের পোশাকে রয়েছে বৈশাখের ছোঁয়া। অধিকাংশ ছেলেরা ঢোল-তবলা খচিত ও 'এসো হে বৈশাখ' লেখা সংবলিত পাঞ্জাবি পরেছেন। অন্যদিকে মেয়েরা মেরুন রংয়ের শাড়ি পরেছেন। পাশাপাশি অনেকের মাথায় ফুলের টোপা দিতে দেখা গেছে। এছাড়াও শিশুদের পোশাকে বৈশাখের আবহও লক্ষণীয়।
রাজধানীর ধানমন্ডি থেকে শোভাযাত্রায় অংশ নিতে বন্ধুদের সাথে এসেছেন ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মোখলেসুর রহমান। তিনি বলেন, বৈশাখ আমাদের প্রাণের উৎসব। বছরে একটি দিনই আমরা নিজেদের সংস্কৃতি উদযাপনে এমন বড় আয়োজন করে থাকি। তাই এই সুযোগ কোনোভাবেই বৃথা যেতে দেই না। প্রতিবারের ন্যায় এবারও বন্ধুদের সাথে ছুটে এসেছি শোভাযাত্রায় অংশ নিতে। আজকে দিনব্যাপী আড্ডা হবে, মজা হবে বন্ধুদের সাথে।
barsho-3
শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শহিদ মিনারের দিকে যাবে। পরে সেখান থেকে দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে ফের চারুকলায় এসে শেষ হওয়ার কথা রয়েছে।
এই শোভাযাত্রায় ব্যান্ড, বাউল, মূলধারার শিল্পীগোষ্ঠী, সমতল, পাহাড়ি, রিকশার র‍্যালি, নারী ফুটবলার ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২৮টি জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ থাকছে। পাশাপাশি শোভাযাত্রার আগে পুলিশ বাহিনীর আটটি সুসজ্জিত ঘোড়ার সারি থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এদিকে এবারের শোভাযাত্রায় বৃহৎ পরিসরে মানুষের অংশগ্রহণ করবে বলে গত শুক্রবার চারুকলায় এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন চারুকলা অনুষদের ডিন ও নববর্ষ আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে শোভাযাত্রাটি ‘সকলের হয়ে উঠবে’।

বিষয়:

নববর্ষ
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত