Ad T1

রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৫: ৫৫
রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারী হয়েছেন।
মঙ্গলবার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক শাহিন পারভেজ জানান, আমরা খবর পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি সকাল ৬টার দিকে ওই নারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো এক গাড়ি তাকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ঘাতক পরিবহনটি সিসি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডিতে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরনে ছাপা শাড়ি লাল পেটিকোট ও ব্লাউজ ছিল।
এমএস
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত