Ad T1

রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ, কারাগারে মেঘনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৩: ২১

রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে।

শুক্রবার ডিএমপি মিডিয়া শাখা থেকে গণমাধ্যমের কাছে এই বার্তা পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, মেঘনা আলম নামে এক নারী বলছেন, পুলিশ তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য তার বাসায় গিয়েছেন। ভিডিও দেখে ওই নারীর বক্তব্যে পরস্পরবিরোধী কিছু কথা পরিলক্ষিত হওয়ার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে নেটিজেনদের মধ্যে অনেককেই সমালোচনা করতে দেখা যায়। ঘরোয়া পোশাকে অশালীন ভাবে ভিডিও তৈরি করার ইনটেনশন নিয়েও নেটিজেনেরা ব্যাপক সমালোচনা করেন।

পরবর্তীতে শুক্রবার আদালত সূত্রে জানা গেছে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। ডিবি পুলিশ মেঘনা আলম কে আদালতে হাজির করে আবেদন করলে আদালত এ আদেশ দেন। রাতেই তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল।

বিষয়:

পুলিশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত