Ad T1

বৈশাখী মোটিফে নারী-পুরুষের পোশাক

মাহমুদা ডলি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৯: ১৬
ফাইল ছবি
বাংলাদেশের নারী-পুরুষের কাছে নববর্ষ মানেই রঙ, উৎসব, ঐতিহ্য আর প্রাণের ছোঁয়া। প্রতিবছরই এ উৎসবকে ঘিরে ফ্যাশন দুনিয়ায় চলে নতুন ট্রেন্ডের অনুসরণ। এবার ১৪৩২ বঙ্গাব্দে বৈশাখকে ঘিরে ফ্যাশন হাউসগুলোয় দেখা যাচ্ছে বেশকিছু নতুন ধারা ও পুরোনো ঐতিহ্যের সম্মিলন।
পহেলা বৈশাখকে সামনে রেখে প্রতিবছরই বাড়ে কেনাকাটা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। কিছুদিন আগে ঈদের কেনাকাটা শেষ হওয়ায় এবার পহেলা বৈশাখ উপলক্ষে ক্রেতাদের কেনাকাটায় আগ্রহ কম। বড় মার্কেটগুলোতে ভিড় না থাকলেও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা ছুটছেন দেশীয় কিছু ফ্যাশন হাউসে।
রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া থেকে শুরু করে রাজধানীর অন্য বড় শপিংমলগুলোর বিক্রেতারা বলছেন, কিছুদিন আগে ঈদের কেনাকাটা শেষ হওয়ায় নতুন করে কেনাকাটায় তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এরপরও পহেলা বৈশাখের পণ্যের পসরা সাজিয়েছেন দেশের বিভিন্ন তাঁতশিল্পের ব্যবসায়ী, বুটিকস হাউস, দেশীয় কিছু গার্মেন্টস ব্যবসায়ী এবং দেশীয় ফ্যাশন হাউস। এর মধ্যে রয়েছে ফ্যাশন ব্র্যান্ড লা রিভ, আড়ং, দেশী দশ, কে ক্রাফট, সাদাকালো, টাঙ্গাইল শাড়ি কুটিরসহ বিভিন্ন ফ্যাশন হাউস।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ আমার দেশকে বলেন, ‘এ বছরে ঈদের শপিংয়ের সঙ্গেই সমন্বয় করে নববর্ষের শপিং করেছেন অনেকে। অন্যদিকে ঈদের পর বহু মার্কেট এখনো ওপেন হয়নি। এরমধ্যেই পহেলা বৈশাখের শপিংটা একটু সমস্যা তৈরি করেছে। এরপরও বৈশাখের মার্কেট যতটুকু জমেছে, তাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে নবর্বষকে কেন্দ্র করে।’
পোশাক ব্র্যান্ড কে ক্র্যাফটের সহকারী মহাব্যবস্থাপক নাসির আহমেদ বলেন, নববর্ষের উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট নানা মোটিফের অনুপ্রেরণায় আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করে নানারকম পোশাক বাজারজাত করেছে।
ঐতিহ্যবাহী শাড়ি ও পাঞ্জাবি এখনো জনপ্রিয় হলেও আধুনিকতার ছোঁয়ায় বৈশাখের পোশাকে এসেছে নতুনত্ব। এখন ফিউশন স্টাইলের পোশাক অনেকের কাছে প্রিয়। নারীরা শাড়ির সঙ্গে আধুনিক ব্লাউজ বা ফতুয়া এবং কুর্তার সঙ্গে লেহেঙ্গা পরছেন। ছেলেরা পাঞ্জাবি, কুর্তা এবং কটন বা সিল্কের শার্টের সমন্বয়ে ভিন্ন সাজে নিজেকে রাঙাচ্ছেন। এ ছাড়াও নতুন ডিজাইন, প্রিন্ট এবং রঙের ব্যবহার পোশাকশিল্পে নতুন মাত্রা যোগ করেছে।
ফ্যাশন ব্র্যান্ড লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, ‘বৈশাখকে সামনে রেখে লা রিভ এনেছে এক্সক্লুসিভ কালেকশন। শাড়ি, সালোয়ার-কামিজ, টিউনিক, পাঞ্জাবি-পাজামা, বাচ্চাদের কালারফুল পোশাক ও নানান এক্সেসরিজে এসেছে নতুন ডিজাইন। প্রিন্ট, হাতের কাজ, ট্রেন্ডি কাট আর কমফোর্টেবল ফেব্রিকেই এবার বৈশাখের সাজ।
নারীদের পোশাকে বৈচিত্র্য
নারীদের বৈশাখী সাজ মানেই শাড়ির আধিপত্য। এবারও এর ব্যতিক্রম নয়। আরো রয়েছে কুর্তি ও পালাজ্জো বা স্কার্টের সংমিশ্রণ। জামদানি, তাঁতের শাড়ি, বাটিক ও ব্লক প্রিন্ট শাড়ি থাকছে তালিকার শীর্ষে। পাশাপাশি হালকা এমব্রয়ডারির বা কাঁথা স্টিচের কাজ করা শাড়িও জনপ্রিয়।
পুরুষদের ফ্যাশনে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন
এবার বৈশাখে ছেলেদের পোশাকে এসেছে বৈচিত্র্য। পাঞ্জাবির রঙে যেমন এসেছে মেরুন, পার্পেল, গাঢ় নীলের ছোঁয়া; তেমনি এসেছে হালকা সুতার কাজ বা রংতুলির স্টাইলে আঁকা ডিজাইন। যারা একটু আলাদা কিছু চান, তাদের জন্য ফতুয়া বা টিশার্টও হতে পারে বিকল্প।
পুরুষদের বৈশাখী পোশাকে এখনো পাঞ্জাবির প্রাধান্য বজায় রয়েছে। তবে এবার তার ডিজাইনে এসেছে নতুনত্ব। হালকা সুতি কাপড়ের পাঞ্জাবিতে ব্লক প্রিন্ট, হাতের কাজ কিংবা জ্যামিতিক নকশা বেশ জনপ্রিয়। খাদি, কটন ও লিনেনের পাঞ্জাবি বা ফতুয়ায় এবারকার বৈশাখে আরাম আর স্টাইল দুই-ই মিলছে। কেউ কেউ আবার জিন্স বা ট্রাউজারের সঙ্গে ম্যাচ করে হালকা হাতার পাঞ্জাবি পরছেন। পাঞ্জাবির বাইরে এবার ক্যাজুয়াল শার্ট, ফতুয়া ও কুর্তাও জনপ্রিয় হচ্ছে।
শিশুদের পোশাকে রঙিন ছোঁয়া
শিশুদের জন্যও বৈশাখী পোশাক তৈরি হয়েছে রঙিন ও আরামদায়কভাবে। মেয়েদের জন্য থাকছে ছোট জামদানি বা কটনের শাড়ি, লেহেঙ্গা-চোলি কিংবা কামিজ সেট। ছেলেদের জন্য থাকছে মিনি পাঞ্জাবি, ফতুয়া এবং আরামদায়ক টিশার্ট।
আনুষঙ্গিক সাজসজ্জা
বৈশাখী পোশাকের সঙ্গে মানানসই সাজসজ্জাও গুরুত্বপূর্ণ। নারীরা শাড়ির সঙ্গে মিলিয়ে ফুলের গহনা, টিপ, কাঁসার বা কাঠের তৈরি হাতের চুড়ি, খোঁপায় গাঁদা বা রজনীগন্ধা ফুল ব্যবহার করছেন। ছেলেদের পাঞ্জাবির সঙ্গে মাথায় গামছা বাঁধা বা হাতে গামছা নেওয়ার ট্রেন্ডও এবার বেশ চলছে। অনেকেই আবার পায়ে দেশি চটি বা স্যান্ডেল পরছেন, যা পোশাকের সঙ্গে মানিয়ে যায়।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত