Ad T1

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান রেজাউলকে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ১০
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৭: ৪৩
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ওই আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরে পদায়ন করা হলো, এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
রেজাউল করিম মল্লিক গত বছরের ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত