স্টাফ রিপোর্টার
দুর্নীতির অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার স্বামী তাওফিক নেওয়াজের ২২টি ব্যাংক হিসাবের ৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা এসব অর্থের মধ্যে দীপু মনির সম্পদ ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৫৬ টাকা।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের পক্ষে পৃথক দুটি আবেদনে তাদের সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।
দুদক আবেদনে বলা হয়, আসামি ডা. দীপু মনি ও তার স্বামী তৈমুর নাওয়াজ এবং তাদের সংশ্লিষ্ট জাওয়াদুর রহিম ওয়াদুদ নামীয় একাউন্টসমূহের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমান অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন এবং অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
দেশের তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধস। এদিন সাভারে রানা প্লাজার আট তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় ১ হাজার ১৩৬ জন শ্রমিক। আহত ও পঙ্গু হয় প্রায় দুই হাজার শ্রমিক।
১২ ঘণ্টা আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও কথিত ‘বান্ধবী’ তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা রয়েছে।
১৩ ঘণ্টা আগেশুনানি করতে সকালে কারাগার থেকে তুরিনকে আদালতে হাজির করে হয়। এরপর তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় তাকে হাস্যোজ্জল দেখা যায়, তখনো আদালতের বিচারকার্যক্রম শুরু হয়নি। এসময় আবেগ আপ্লুত হয়ে তাকে কাঁদতে দেখা যায়। পরে তাকে সান্ত্বনা দেন হাসানুল হক ইনু, শহীদুল হক ও নিষিদ্ধ সংগঠন
১৬ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় অভিযুক্ত দু’তরুণীকে খুঁজে বের করতে বললেন আদালত।
১৬ ঘণ্টা আগে