Ad T1

কামরাঙ্গীরচরে নিহত ২ জন সন্ত্রাসী পিচ্চি মনিরের সহযোগী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৯: ২০
রাজধানীর কামরাঙ্গীচরে গণপিটুনিতে নিহত নাদিম ও মাসুদ লালবাগের ত্রাস হিসেবে পরিচিত পিচ্চি মনিরের সহযোগী। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ১০ টি মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর পিচ্চি মনির কিছুদিন গাঁ ঢাকা দিলেও সাম্প্রতিক সময়ে আবারো চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। লালবাগ ও কামরাঙ্গীরচরসহ পুরান ঢাকায় আওয়ামী শাসনের ১৬ বছরে হাজী সেলিমের ক্যাডার বাহিনী হিসেবে কাজ করতেন ওই পিচ্চি মনির। পরিবর্তিত পরিস্থিতিতে এখন রাজনৈতিক নেতৃত্বের নাম ভাঙ্গিয়ে আবারো ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজার এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি করতে গেলে উত্তেজিত জনতা তাদের পিটুন দেয়। এতে ঘটনাস্থলে লালবাগ শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিম নিহত হন। নিহত অন্যজন কামরাঙ্গীরচর আচার ওয়ালা ঘাট এর সোনা মিয়ার ছেলে মাসুদ।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম বৃহস্পতিবার আমার দেশকে বলেন, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ী সেখানকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সন্ত্রাসীরা ওই মামলা তুলে নেয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি ধামকি দিয়ে আসছিল।
বুধবার রাতে ৪/৫ জন সিলেটিয়া বাজার এলাকায় গিয়ে হুমকি ধামকি দিতে যায়। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়াঝাঁটি শুরু হয়। পরে এলাকাবাসী তাদের কে ঘিরে ফেলে গণধোলাই দেয়, এতে ঘটনাস্থলে মাসুদ নামে এক জন মারা যায়। আর দুই জনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটায় মৃত ঘোষণা করেন নাদিমকে।
নিহত নাদিম ও মাসুদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় সোহাগ নামে আরেক জন চিকিৎসাধীন রয়েছে বলে ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে।

বিষয়:

রাজধানী
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত