স্টাফ রিপোর্টার
ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী মিসেস ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা এসব ব্যাংক হিসাবে ৪ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৮৬ টাকা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক কে এম মর্তুজা আলী সাগর অবরুদ্ধের চেয়ে পৃথক তিনটি আবেদন করে। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। অবরুদ্ধ করা ২১টি হিসাবে মিসেস ফেরদৌসী খানের ১৪টি, সাদেক খানের ৫টি ও ফাহিম সাদেক খানের ২টি একাউন্ট রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সাদেক খানের স্ত্রী মিসেস ফেরদৌসী খান আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৫২১ টাকা মূল্যের সম্পদ অর্জন ও নিজ দখলে রাখেন। তার ১৫১টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৭ কোটি ৭০ হাজার ৩২৬ টাকা জমা ও ৩২ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৭৮০ টাকা উত্তোলনসহ মোট ৭২ কোটি ৩২ লাখ ২৯ হাজার ১০৬ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। অবৈধ উপায়ে প্রাপ্ত এসব অর্থ বা সম্পত্তি হস্তান্তর ও স্থানান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তদন্তকালে আসামি ফেরদৌসী খান এবং আসামি সাদেক খানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তদন্তে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফেরদৌসী খান এবং সাদেক খান এর নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে বিদেশে আত্মগোপনের সম্ভবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা প্রয়োজন।
দেড় ঘণ্টার ম্যাজিক দেখাল দেশের শেয়ারবাজার। আর এ ম্যাজিকে ধারাবাহিক পতন থেকে অবশেষে বের হতে সক্ষম হলো বাজার। আজ সপ্তাহের প্রথমদিনের লেনদেন শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে সূচক বেড়েছে প্রায় ২৩ পয়েন্ট।
১৫ মিনিট আগেজাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন রিপোর্ট অফিসের সাবেক পরিচালক অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেছেন, দেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সামগ্রিক উন্নয়ন এখনও অর্জিত হয়নি।
৪০ মিনিট আগেক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২২ জনকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।
২ ঘণ্টা আগেচাঞ্চল্যকর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি হবে আগামী ৪ মে।
৭ ঘণ্টা আগে