স্টাফ রিপোর্টার
সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, গাজা গণহত্যা রোধে মুসলিম দেশগুলোকে একযোগে ইসরাইলে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামরিক পদক্ষেপের মাধ্যমে ইসরাইলিকে গুড়িয়ে দেওয়াই ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে আইনজীবী নেতারা এসব কথা বলেন।
আইন সমিতির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ আইনজীবী মনির হোসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা বলেন, গাজায় মাসের পর মাস চলা ব্যাপক গণহত্যায় ৬২ সহস্রাধিক সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। বক্তারা সকল মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপের আহ্বান জানান। তারা ইসরাইলি প্রোডাক্ট বয়কটে সবাইকে জোরালোভাবে এগিয়ে আসারও আহ্বান জানান। মসজিদুল আকসার সুরক্ষা এবং গাজার নিরীহ মানুষদের উদ্ধারে ইসরাইলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন- বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ডুলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব তৌহিদুল ইসলাম, এ বিএম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট সালাউদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, রুহুল কুদ্দুস মুন্না, আজিজুল হক প্রমুখ।
আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
১৭ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় প্রধান আসামি মেহেরাজ ইসলামকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১ দিন আগেবাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপ তথা এমসিকিউ পরীক্ষা আজ। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।
১ দিন আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জ্যাকবের স্ত্রীর নিলীমা নিগার সুলতানার সম্পদ বিবরণীর নোটিশও জারি করেছে দুদক।
২ দিন আগে