স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তাদের নামে থাকা লকার বা সেইফ ডিপোজিট খোলার অনুমতি দিয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সাথে বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে নিয়োগ করেন আদালত। এসময় একজন বিভাগীয় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে লকার খোলার পর প্রাপ্ত অথ-করি জব্দের আদেশ দেন বিচারক।
এর আগে দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাংলাদেশ ব্যাংকের বেশকিছু কর্মকর্তার নামে থাকা লকার খোলার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে কাগজপত্র পর্যালোচনা করে মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা জব্দ করে দুর্নীতি দমন কমিশন। এসময় সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া যায়।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এছাড়া একই বছরের ২৪ আগস্ট এস কে সুর, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তাদের নামে থাকা লকার বা সেইফ ডিপোজিট খোলার অনুমতি দিয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সাথে বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে নিয়োগ করেন আদালত। এসময় একজন বিভাগীয় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে লকার খোলার পর প্রাপ্ত অথ-করি জব্দের আদেশ দেন বিচারক।
এর আগে দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাংলাদেশ ব্যাংকের বেশকিছু কর্মকর্তার নামে থাকা লকার খোলার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে কাগজপত্র পর্যালোচনা করে মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা জব্দ করে দুর্নীতি দমন কমিশন। এসময় সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া যায়।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এছাড়া একই বছরের ২৪ আগস্ট এস কে সুর, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত
পুলিশের সাবেক মহাপরিদর্শক-আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার আদেশ দিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগেসাধারণ আইনজীবীদের আন্দোলনের মুখে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারকাজ। প্রতিদিনের মতো আজও মামলার শুনানি করতে এজলাসে উঠেন বিচারক। এর আধ ঘন্টা পরই আইনজীবীদের বাধার মুখে এজলাস থেকে নেমে যান তিনি।
১৩ ঘণ্টা আগেপতিত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় খালাস পেয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের পতন না হলে আমি আজ এ মামলা থেকে খালাস পেতাম না।
১৫ ঘণ্টা আগেপতিত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। এর আগে আপিল রায় শুনতে আদালতে হাজির হন তিনি।
১৭ ঘণ্টা আগে