স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে আর আইনি বাধা নেই। হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রোববার উক্ত আদেশ প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির। একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী নিজেই কোনো আইনজীবী ছাড়াই হাইকোর্টে এ রিট করেছিলেন।
শুনানিতে পরে দেখা যায়, ‘গ’ ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের প্রশ্নপত্রে কিছু কিছু ভুল রয়েছে। রিটের শুনানিতে বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বক্তব্য শোনেন আদালত। তাতে উঠে আসে যে প্রশ্নপত্রে সত্যিই কিছু ভুল ছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের অনুমতি চেয়ে জানায়, তারা ৬০ নম্বরের এমসিকিউ অংশ নতুন করে নিতে চায়। আদালত বিষয়টি বিবেচনা করে নতুন করে পরীক্ষার অনুমতি দেন। একই সঙ্গে রিটকারী শিক্ষার্থীরা আদালতের সামনে তাদের দাবি পূরণ হওয়ায় রিট প্রত্যাহার করে নেন।
গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।
দেশের তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধস। এদিন সাভারে রানা প্লাজার আট তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় ১ হাজার ১৩৬ জন শ্রমিক। আহত ও পঙ্গু হয় প্রায় দুই হাজার শ্রমিক।
১৩ ঘণ্টা আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও কথিত ‘বান্ধবী’ তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা রয়েছে।
১৩ ঘণ্টা আগেশুনানি করতে সকালে কারাগার থেকে তুরিনকে আদালতে হাজির করে হয়। এরপর তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় তাকে হাস্যোজ্জল দেখা যায়, তখনো আদালতের বিচারকার্যক্রম শুরু হয়নি। এসময় আবেগ আপ্লুত হয়ে তাকে কাঁদতে দেখা যায়। পরে তাকে সান্ত্বনা দেন হাসানুল হক ইনু, শহীদুল হক ও নিষিদ্ধ সংগঠন
১৭ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় অভিযুক্ত দু’তরুণীকে খুঁজে বের করতে বললেন আদালত।
১৭ ঘণ্টা আগে