প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্যমতে, এবছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন পরীক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। এর আগে বিশ্ব ইজতেমার কারণে গত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা এসে জড়ো হন ক্যাম্পাসে। কেউ কেউ একা পরীক্ষা দিতে এলেও অনেকের সাথে অভিভাবকেরাও এসেছেন। পরীক্ষার বসার পূর্ব মুহূর্তে অভিভাবকেরা সন্তানদের সাহস জুগিয়েছেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময় সাড়ে দশটার মধ্যে ঢুকে যান পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিতে বুথ ও হেল্প সেন্টার দিয়েছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। এরমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা। এছাড়া রাজনৈতিক ছাত্রসংগঠনসহ বিভিন্ন জেলা ও উপজেলার ব্যানারে হেল্প বুথ বসিয়েছে সংগঠনগুলো।
এর মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা, ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সেবা দিচ্ছে সংগঠনগুলো।
উল্লেখ্য, ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশালে অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিট অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্যমতে, এবছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন পরীক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। এর আগে বিশ্ব ইজতেমার কারণে গত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা এসে জড়ো হন ক্যাম্পাসে। কেউ কেউ একা পরীক্ষা দিতে এলেও অনেকের সাথে অভিভাবকেরাও এসেছেন। পরীক্ষার বসার পূর্ব মুহূর্তে অভিভাবকেরা সন্তানদের সাহস জুগিয়েছেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময় সাড়ে দশটার মধ্যে ঢুকে যান পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিতে বুথ ও হেল্প সেন্টার দিয়েছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। এরমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা। এছাড়া রাজনৈতিক ছাত্রসংগঠনসহ বিভিন্ন জেলা ও উপজেলার ব্যানারে হেল্প বুথ বসিয়েছে সংগঠনগুলো।
এর মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা, ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সেবা দিচ্ছে সংগঠনগুলো।
উল্লেখ্য, ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশালে অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিট অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যু বরণ করা শিশু আছিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
২০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের চারুকলা শাখা অনুষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী চারুশিল্পীদের নিয়ে মতবিনিময়, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
২১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।
২ দিন আগেগত বছর জুলাই গণঅভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৭০ জন শিক্ষক ও ১২২ জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উঠে এসেছে তথ্যানুসন্ধান কমিটির কাছে।
২ দিন আগে