Ad T1

পাঁচ বিভাগীয় শহরে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধি, রাবি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৪: ১৬
প্রথমবারের মতো দেশের পাঁচ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও আগামী ১৯ এবং ২৬ এপ্রিল যথাক্রমে অনুষ্ঠিত হবে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ৫টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছিল, যেখানে তারা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেয়েছে। অভিভাবকদের জন্য ছিল আলাদা ছাউনির ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যাবস্থা। পাশাপাশি, ক্যাম্পাসে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও ছিল, যা অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক ছিল।
এবারের পরিক্ষা বহুকেন্দ্রীক হওয়ায় নেই আগের মতো চাপ। ফলে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সার্বিক বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, এবারের বহু কেন্দ্রীক পরীক্ষা নেওয়াটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তবে আমরা অনেক স্বস্তির সাথেই পরীক্ষাটি নিতে পেরেছি। এবং আমরা অনেক খুশি যে এবারে শিক্ষার্থী ও অভিভাবকদের কোন ভোগান্তি পোহাতে হয়নি। এবং রাজশাহীসহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা নিতে কোন সমস্যা হয়নি।
উল্লেখ্য, রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত