স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে মারা যান। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
গত ৩ মার্চ দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে ঢাকা ক্লাবে যান আরেফিন সিদ্দিক। সেখানে হঠাৎ পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানান, জানাজা কোথায় হবে এখনো নিশ্চিত না। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ করার ইচ্ছে ছিল। কিন্তু শোনা যাচ্ছে আগামীকাল জুম্মার পর গন্ডগোল হতে পারে। তাই ঈদগাহ মসজিদ অথবা ধানমন্ডির ৭/এ করতে পারি। আজিমপুর কবর স্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষে ফের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।
প্রতিষ্ঠার ১৪ বছরেও বিশ্ব তালিকায় আসেনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। পর্যাপ্ত গবেষণা, গবেষণাপত্রের সুনাম, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থী, পর্যাপ্ত পিএইচডিধারী শিক্ষকসহ আন্তর্জাতিক মানদণ্ডের অনেক শর্তই বিশ্ববিদ্যালয়টিতে নেই।
৩ ঘণ্টা আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
৩ ঘণ্টা আগেজ্ঞান ভিত্তিক সমাজ এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নাই। আর এ জন্যই শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন দরকার এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন থাকা দরকার।
৭ ঘণ্টা আগে‘দুশ্চরিত্র ও শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির’ অভিযোগে অভিযুক্ত মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে শিক্ষক পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
৮ ঘণ্টা আগে