Ad T1

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২৩: ২৮
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২৩: ৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে মারা যান। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
গত ৩ মার্চ দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে ঢাকা ক্লাবে যান আরেফিন সিদ্দিক। সেখানে হঠাৎ পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানান, জানাজা কোথায় হবে এখনো নিশ্চিত না। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ করার ইচ্ছে ছিল। কিন্তু শোনা যাচ্ছে আগামীকাল জুম্মার পর গন্ডগোল হতে পারে। তাই ঈদগাহ মসজিদ অথবা ধানমন্ডির ৭/এ করতে পারি। আজিমপুর কবর স্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষে ফের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

বিষয়:

মৃত্যু
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত