Ad T1

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম ২০২৫ শুরু হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। প্রশিক্ষণটি ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ভাগে পরিচালিত হবে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, কর্মক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গঠনে ও জবাবদিহিতামূলক পরিবেশ তৈরিতে প্রশিক্ষণ বা কর্মশালার কোন বিকল্প নেই। তিনি বলেন, কর্মস্থলে দক্ষ ও যোগ্য কর্মী সেই, যিনি নিজ সততা, নৈতিকতা, সমায়ানুবর্তিতা ও সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করেন।

দক্ষতা উন্নয়নে আয়োজিত এ প্রশিক্ষণ ভবিষ্যতের জন্য মাইল ফলক হবে বলে আশা প্রকাশ করে ভিসি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশিক্ষাণার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন।

বিষয়:

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত