স্টাফ রিপোর্টার
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পেছানোর আভাস দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। একইসঙ্গে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনের নামে পিএসসির সামনে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএসসি ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ তম বিসিএস সহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
বিসিএস পরীক্ষা সহ অন্যান্য বড় বড় পরীক্ষা (নন-ক্যাডার, সিনিয়র স্কেল, বিভাগীয় পরীক্ষা) প্রস্তুতিতে প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ছাপানো এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ বিপিএসসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু বিপিএসসির নিজস্ব অবকাঠামো নেই তাই এ সকল কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা হয়। অধিকন্তু পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রাধিকারভুক্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এসএসসি/এইচএসসির মত পরীক্ষা, ছুটি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করত বিপিএসসির প্রস্তাবিত পরীক্ষা সমূহের জন্য তাদের প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে। যেহেতু পরীক্ষা কেন্দ্রের জন্য একই সাথে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, তাই বিষয়টি জটিল। সার্বিক বিবেচনায় বিপিএসসি মনে করে বিসিএস ৪৪, ৪৫, ৪৬, ৪৭ সহ বিভিন্ন নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে ৮ মে বিসিএস ৪৬ তম লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
পিএসসি জানায়, কোন প্রার্থীর ক্ষেত্রে ৪৪ তম মৌখিক পরীক্ষা ও ৪৬ তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সেক্ষেত্রে কমিশনকে অবগত করা হলে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। কমিশনের বিভিন্ন অংশীজনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনায় সর্বদা প্রস্তুত। তবে বিসিএস ৪৬ এর লিখিত পরীক্ষা বিলম্বিত করার পক্ষে কতিপয় প্রার্থী ৮ এপ্রিল কমিশনের মত কেপিআইয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অবৈধ প্রবেশের যে চেষ্টা করেছেন তা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরির অন্যতম সিঁড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। সেই ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বহুদিনের। ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন হলেও এর ধারাবাহিকতা বজায় ছিল না।
৩ ঘণ্টা আগেপাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজুতে আমরণ অনশনে বসা বিসিএস প্রার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
১৬ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র, ৮টি লার্নিং সেন্টার, একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৮টি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে।
২ দিন আগেআনন্দমুখর পরিবেশে ও বর্ণিল সাজে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী পার্বণ-১৪৩২’। বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্টস অ্যাফেয়ার্স-এর উদ্যোগে দিনব্যাপী এ উৎসবে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালি খাবার, বৈচিত্র্যময় স্টল, বাংলার লোকজ ও সাজসজ্জার উপকরণ। এতে ফুটে ওঠে বাঙালির সংস্কৃতির রং ও সৌন্
২ দিন আগে