Ad T1

শেষ হলো ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৫১
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শনিবার বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। এর আগে সকালে কেন্দ্রে প্রবেশ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আসা অভিভাবকেরা ছিলেন কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য বসার স্থানে।

দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে 'বিজ্ঞান ইউনিটে' ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৭৭ জন ভর্তিচ্ছু।

ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি ‘কলা’ আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিট অনুষ্ঠিত হয়।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত