প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডাকসুর নির্বাচন কমিশন গঠন করা হবে মে মাসের শুরুর দিকে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নির্বাচনের প্রক্রিয়া কোন মাসে শুরু হবে, সে বিষয়টি চূড়ান্ত করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করে আসছে।
বিশ্ববিদ্যালয় সূত্র অনুযায়ী, গত জানুয়ারিতে ডাকসুকে কেন্দ্র করে ‘কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি’ করা হয়। তারা সাতটি সভা করে। এটিও চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে। কমিটি বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়ও সম্পন্ন করেছে। এসব কাগজ ছাত্র সংগঠনগুলোকেও দেয়া হচ্ছে। এ প্রক্রিয়া চলতি মাসেই শেষ হবে। ডিন, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সঙ্গেও আলোচনা চলছে।
নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। একই মাসের মাঝামাঝি সময়ে প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
প্রতিষ্ঠার ১৪ বছরেও বিশ্ব তালিকায় আসেনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। পর্যাপ্ত গবেষণা, গবেষণাপত্রের সুনাম, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থী, পর্যাপ্ত পিএইচডিধারী শিক্ষকসহ আন্তর্জাতিক মানদণ্ডের অনেক শর্তই বিশ্ববিদ্যালয়টিতে নেই।
৩৮ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগেজ্ঞান ভিত্তিক সমাজ এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নাই। আর এ জন্যই শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন দরকার এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন থাকা দরকার।
৫ ঘণ্টা আগে‘দুশ্চরিত্র ও শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির’ অভিযোগে অভিযুক্ত মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে শিক্ষক পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
৬ ঘণ্টা আগে