Ad T1

ঢাবির ভর্তি পরীক্ষায় মোবাইলে ছবি তুলতে গিয়ে শিক্ষার্থী আটক

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষ ‘বিজ্ঞান ইউনিটে’র ভর্তি পরীক্ষায় মোবাইলে ছবি তোলার সময়ে আটক করা হয়েছে এক শিক্ষার্থীকে।

শনিবার রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স পরীক্ষা কেন্দ্রের ৩০ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়।

আটক শিক্ষার্থীর নাম শাজিদ আহমেদ, ভর্তিচ্ছু ওই শিক্ষার্থীর ভর্তি রোল নাম্বার ছিল- ৩১৩২৫৫৮, সিরিয়াল নাম্বার ছিল- ৭১৫৩৭২৪।

মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলতে গিয়ে আটক ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিক ওই পরীক্ষা কেন্দ্রের প্রশ্নপত্র বিতরণের দায়িত্বে থাকা শিক্ষক মো. মাজহারুল ইসলাম প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন।

প্রক্টরিয়াল বডি প্রতারণা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রশ্নপত্রের ছবি তোলার প্রমাণ পেয়ে লালবাগ থানায় সোপর্দ করে। স্টেট অফিস থেকে একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, একজন শিক্ষার্থী মোবাইল নিয়ে প্রতারণা করার উদ্দেশ্যে প্রশ্নপত্রের ছবি তোলার সময় ধরা পড়ে। পরে তার সাথে কথা বলে আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি। তাকে লালবাগ থানায় দেওয়া হয়েছে। তার নামে মামলা রুজু করা হবে। এ ঘটনা ঘটলেও প্রশ্নপত্র ফাঁস বা নেতিবাচক কিছু হয়নি বলেও জানান তিনি।

এমএস

বিষয়:

ঢাবি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত