Ad T1

জাবিতে ভর্তি পরীক্ষা

যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী

প্রতিনিধি, জাবি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার প্রথম দিন ঢাকা-আরিচা মহাসড়কের তীব্র যানজটের কারণে পরীক্ষায় বসতে পারেননি অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী। যানজট এড়াতে আজ মহাসড়কে ট্র্যাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী।

সোমবার সকাল ৮টা থেকেই মহাসড়কে যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে কাজ করতে দেখা যায়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, গতকালের যানজটের কারণে অনেকের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়েছে। এ কারণে আমরা রাতে ট্র্যাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সবার সাথে মিটিংয়ে বসি। আজকে ভোর পাঁচটা থেকে কোনো গাড়ি প্রধান ফটকে দাঁড়াতে দেওয়া হয়নি। পাশাপাশি সেনাবাহিনীকে যানজট নিরসনে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সেনাবাহিনীর দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা শাখার প্রধান আমাদের সাথে যোগাযোগ করেন। যানজটের কারণে ভর্তি পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় এ জন্য আমরা যানজট নিরসনে কাজ করছি মহাসড়কে।

উল্লেখ্য, গতকাল যানজটের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা সঠিক সময়ে পৌঁছতে পারেনি।

বিষয়:

জাবি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত