প্রতিনিধি, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উদ্যোগে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে এ কর্মসূচির পদযাত্রা শুরু হয়ে তাঁতিবাজার মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ. কে. এম রাকিব বলেন, ইন্টারিম সরকারকে আহ্বান জানাই সরকারিভাবে ইসরায়েলি পণ্য বয়কট করুন। না হলে জনগণ নিজেরাই তা বয়কট করবে। একইসাথে দক্ষ জনশক্তি তৈরি করে ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য উৎপাদন করতে হবে।
শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, আমরা মুসলিম জাতি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কিন্তু আমরা তা ভুলে গেছি। আজ আমরা শুধু ফতোয়াবাজিতে ব্যস্ত, যার সুযোগে ইহুদিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম ভাই-বোনদের হত্যা করছে। আরব জাতিসহ বিশ্ব মুসলিমদের জাগতে হবে।
শাখা ছাত্রদলের নেতা হিমেল বলেন, ইসরায়েলের আগ্রাসন যুগের পর যুগ ধরে চলছে। স্বাধীনতার নামে তারা ফিলিস্তিনে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তথাকথিত শান্তিকামী জাতিসংঘ ও আইসি এবং পশ্চিমা বিশ্ব চুপ করে আছে বলেই এই আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে।
সমাবেশে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, এই গণহত্যা চালাতে ইসরাইলকে সাহায্য করছে আমেরিকা। গণহত্যা চালাতে সাহায্য করা থেকে বিরত রাখার জন্য তাদেরকে স্মারকলিপি প্রদান করা হবে। একইসাথে সৌদি আরবকে এই মানবতাবিরোধী কার্যক্রম বন্ধের পক্ষে দাড়ানোর জন্য তাদেরকেও স্মারকলিপি প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরির অন্যতম সিঁড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। সেই ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বহুদিনের। ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন হলেও এর ধারাবাহিকতা বজায় ছিল না।
২ ঘণ্টা আগেপাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজুতে আমরণ অনশনে বসা বিসিএস প্রার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
১৫ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র, ৮টি লার্নিং সেন্টার, একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৮টি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে।
২ দিন আগেআনন্দমুখর পরিবেশে ও বর্ণিল সাজে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী পার্বণ-১৪৩২’। বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্টস অ্যাফেয়ার্স-এর উদ্যোগে দিনব্যাপী এ উৎসবে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালি খাবার, বৈচিত্র্যময় স্টল, বাংলার লোকজ ও সাজসজ্জার উপকরণ। এতে ফুটে ওঠে বাঙালির সংস্কৃতির রং ও সৌন্
২ দিন আগে