Ad T1

চুয়েট-চবিতে কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২১: ০২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থী ও কর্মচারীদের যাতায়াতে সুবিধা দিতে নতুন কমিউটার ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, নতুন করে ২৫০টি কোচ (বগি) রেলবহরে যুক্ত হবে। এর একটি অংশ দিয়ে চবি ও চুয়েটের জন্য কমিউটার ট্রেন চালু করা হবে। শিক্ষার্থীদের সময়মতো এবং নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার সন্ধ্যায় পূর্বাঞ্চল রেলওয়ে দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় রেল সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, সিলেট রুটেও নতুন ট্রেন সংযুক্তির পরিকল্পনা রয়েছে। সিলেট অঞ্চল দেশের গুরুত্বপূর্ণ একটি অংশ। যাত্রী চাপ বিবেচনায় সেখানে নতুন ট্রেন চালু করা হবে। এতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও উপকৃত হবেন।

রেল খাতে ব্যয়ের চেয়ে আয় কম হওয়ার সমস্যার প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, বর্তমানে রেলে এক টাকা আয় করতে খরচ হচ্ছে প্রায় আড়াই টাকা। এই ‘অপারেটিং রেশিও’ কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এটি দুই টাকার নিচে নামিয়ে আনা।

তিনি আরও বলেন, রেল খাতে পাঁচটি বড় ধরনের সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— পুরোনো রেলপথ সংস্কার, নতুন রুটে সংযোগ, আধুনিক যাত্রীসেবা চালু, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারকরণ। রেলকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের জন্য সকল পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রেল প্রশাসনকে স্পষ্টভাবে বলা হয়েছে— সাংবাদিকদের তথ্য পেতে যেন সহায়তা দেওয়া হয়। তবে কিছু সাংবাদিক ঠিকাদারদের হয়ে কাজ করেন, ব্ল্যাকমেইল করেন— এটা দুঃখজনক। সাংবাদিকদের উচিত পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তাহলে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, রেল শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনেও বড় ভূমিকা রাখতে পারে। বন্দরের সঙ্গে রেল সংযোগ আরও মজবুত করা গেলে দেশের অর্থনীতির গতি আরও বাড়বে।

শেষে তিনি বলেন, আমরা চাই জনগণ রেলকে নিজের বাহন মনে করুক। নিরাপদ, স্বস্তিদায়ক এবং সময়মতো যাতায়াত নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত