Ad T1

সিলেট টাউন ক্লাব ইউকে‘র উদ্যোগে যুক্তরাজ্যে মিলনমেলা ৪ মে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২০: ৩২
সিলেট টাউন ক্লাব ইউকে‘র উদ্যোগে যুক্তরাজ্যে মিলনমেলা আগামী ৪ মে। বার্মিংহামের পেরিবারের ব্রডওয়ে একাডেমিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেবতিক রাজিব হক।
বুধবার বার্মিংহামের স্মলহীথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষ্ঠানের জন্য একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। স্মরণিকায় গল্প, কবিতা, সিলেট শহর ভিত্তিক তথ্যমূলক প্রবন্ধ ও স্মৃতিচারণমূলক লেখার জন্য আহ্বান রইল। লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ এপ্রিল। অনুষ্ঠানে যারা অংশ নিতে আগ্রহী, তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। sylhet.townclub@gmail.com এ ইমেইলে লেখা পাঠানোর অনুরোধ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তফা চৌধুরী জুবরাজ, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুল মালিক পারভেজ, নাট্যকার মুরাদ খান, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মারুফ আহমেদ, সাংবাদিক জয়নাল ইসলাম, হোসেইন আহমেদ, শাকিল আহমেদ, ডা. সামসুর চৌধুরী, সাইফুল ইসলাম শাহেদ, শরীফ রাজ্জাক, নজমুল আলবাব, কামাল আহমেদ, মোহাম্মেদ মোস্তফা লিমন, আশফাক ও রাহাত প্রমুখ।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত