আমার দেশ অনলাইন
সিলেট টাউন ক্লাব ইউকে‘র উদ্যোগে যুক্তরাজ্যে মিলনমেলা আগামী ৪ মে। বার্মিংহামের পেরিবারের ব্রডওয়ে একাডেমিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেবতিক রাজিব হক।
বুধবার বার্মিংহামের স্মলহীথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষ্ঠানের জন্য একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। স্মরণিকায় গল্প, কবিতা, সিলেট শহর ভিত্তিক তথ্যমূলক প্রবন্ধ ও স্মৃতিচারণমূলক লেখার জন্য আহ্বান রইল। লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ এপ্রিল। অনুষ্ঠানে যারা অংশ নিতে আগ্রহী, তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। sylhet.townclub@gmail.com এ ইমেইলে লেখা পাঠানোর অনুরোধ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তফা চৌধুরী জুবরাজ, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুল মালিক পারভেজ, নাট্যকার মুরাদ খান, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মারুফ আহমেদ, সাংবাদিক জয়নাল ইসলাম, হোসেইন আহমেদ, শাকিল আহমেদ, ডা. সামসুর চৌধুরী, সাইফুল ইসলাম শাহেদ, শরীফ রাজ্জাক, নজমুল আলবাব, কামাল আহমেদ, মোহাম্মেদ মোস্তফা লিমন, আশফাক ও রাহাত প্রমুখ।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিএনপির পক্ষ থেকে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
১ দিন আগেকাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ বৈঠক করেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।
২ দিন আগেইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে নেপোলি আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা এখনো ভিআইপি মর্যাদা পাচ্ছেন। তাদেরকে ভিআইপি মর্যাদা দেন রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
৩ দিন আগেবিভিন্ন অপরাধে সাজা শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ২২ বাংলাদেশি ছাড়াও ভিয়েতনামের ৯, ইন্দোনেশিয়ার ৯, পাকিস্তানের ৬, ভারতীয় ২ ও চীনা ২ নাগরিক রয়েছেন।
৫ দিন আগে