বিনোদন রিপোর্টার
বাংলা নববর্ষ উপলক্ষে এবার এটিভি ইউএসএতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানের অতিথি হিসেবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সাংবাদিক সাদিয়া খন্দকার। নিউইয়র্কের এটিভি স্টুডিওতে সম্প্রতি অনুষ্ঠানটি ধারণ করা হয়।
অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, “এবারের বাংলা নববর্ষ যুক্তরাষ্ট্র নিবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ; কারণ এ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ দিবস’ উদযাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন এ প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এই খবরটি বিরাট গৌরবের একটি অধ্যায় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে অণিমা রায়ের কণ্ঠে দুটি গান, শিরীন বকুল ও সাদিয়া খন্দকার নিজেদের কাজের পহেলা বৈশাখের অভিজ্ঞতার পাশাপাশি দুটি আবৃত্তি শোনাবেন। এর বাইরে প্রবাসের বৈশাখ উদযাপনের গল্পে নারী উদ্যোক্তা আশা গ্রুপের কর্ণধার এশা রহমান বলেন, ‘এখন দেশের চেয়ে বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে নববর্ষ উদযাপন হয়। মাসজুড়ে প্রায় অর্ধশত অনুষ্ঠান চলতে থাকে। আমি মনে করি ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’
‘বৈশাখে বাঙালিয়ানায়’ অনুষ্ঠানটি শেষ হবে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টায় প্রচার হবে। পরবর্তী সময়ে এটিভি ইউএসএর সব ডিজিটাল প্ল্যাটফরমে অবমুক্ত করা হবে।
বাংলা নববর্ষ উপলক্ষে এবার এটিভি ইউএসএতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানের অতিথি হিসেবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সাংবাদিক সাদিয়া খন্দকার। নিউইয়র্কের এটিভি স্টুডিওতে সম্প্রতি অনুষ্ঠানটি ধারণ করা হয়।
অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, “এবারের বাংলা নববর্ষ যুক্তরাষ্ট্র নিবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ; কারণ এ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ দিবস’ উদযাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন এ প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এই খবরটি বিরাট গৌরবের একটি অধ্যায় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে অণিমা রায়ের কণ্ঠে দুটি গান, শিরীন বকুল ও সাদিয়া খন্দকার নিজেদের কাজের পহেলা বৈশাখের অভিজ্ঞতার পাশাপাশি দুটি আবৃত্তি শোনাবেন। এর বাইরে প্রবাসের বৈশাখ উদযাপনের গল্পে নারী উদ্যোক্তা আশা গ্রুপের কর্ণধার এশা রহমান বলেন, ‘এখন দেশের চেয়ে বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে নববর্ষ উদযাপন হয়। মাসজুড়ে প্রায় অর্ধশত অনুষ্ঠান চলতে থাকে। আমি মনে করি ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’
‘বৈশাখে বাঙালিয়ানায়’ অনুষ্ঠানটি শেষ হবে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টায় প্রচার হবে। পরবর্তী সময়ে এটিভি ইউএসএর সব ডিজিটাল প্ল্যাটফরমে অবমুক্ত করা হবে।
প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে আরো বাড়ছে শো সংখ্যা। শুরুর বিবেচনায় প্রায় তিনগুণ বেড়েছে এই সপ্তাহে এসে। মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে এম রাহিমের ‘জংলি’।
৬ ঘণ্টা আগেগেল বছরের মে মাসে মুক্তি পাওয়া অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। বৃহস্পতিবার থেকে সিনেমাটি বঙ্গতে দেখতে পাচ্ছেন দর্শকরা। এটিই ফারিণ অভিনীত প্রথম সিনেমা।
১ দিন আগেঈদের দিন থেকে বাংলা সিনেমা দেখতে সিনেপ্লেক্সে উপচে পড়ছেন দর্শক। টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেক দর্শক। এমন খবরও এসেছে যে, নিজের ‘বরবাদ’ সিনেমার টিকিট পাননি শাকিব খানও। বাংলা সিনেমার চাহিদার চাপে সিনেপ্লেক্সগুলো থেকে হলিউড সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছে।
২ দিন আগেআমেরিকান রক ব্যান্ড গ্রিন ডে দেখিয়েছে, তাদের সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি প্রতিবাদেরও ভাষা। গত শনিবার ক্যালিফোর্নিয়ার কোয়াচেল্লা উৎসবের কনসার্টে হেডলাইন পারফরম্যান্সে গ্রিন ডে ফিলিস্তিনি শিশুদের দুর্দশা তুলে ধরতে তাদের জনপ্রিয় গান ‘জেসাস অব সাবার্বিয়া’র কথা পরিবর্তন করে শ্রোতাদের হৃদয়ে নাড়া
২ দিন আগে