Ad T1

পরিচালককে অপহরণ মামলায় ৩ জনের ৭ বছর কারাদণ্ড

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১০: ৫৩
পাকিস্তানি চিত্রনাট্যকার ও পরিচালক খলিলুর রহমান

পাকিস্তানি প্রখ্যাত চিত্রনাট্যকার ও পরিচালক খলিলুর রহমান কামারকে হানি ট্র্যাপেকে অপহরণ মামলায় আমনা উরুজসহ তিন আসামিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দেশটির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আরশাদ জাভেদ এ রায় ঘোষণা করেন। সোমবার ডেইলি পাকিস্তান এতথ্য জানিয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আমনা উরুজ, মামনুন হায়দার এবং জিশান। এদিন মামলায় অভিযুক্ত অন্যান্য কয়েকজনকে খালাস দিয়েছেন আদালত।

গত বছরের জুলাইয়ে নাট্যকার খলিলুর রহমানকে লাহোরের একটি বাড়িতে একজন নারী প্রলুব্ধ করে নিয়ে যান। ওই নারী নিজেকে তার ভক্ত দাবি করেছিলেন এবং চিত্রনাট্য সংক্রান্ত ব্যাপারে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।

ভোর চারটা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছানোর পর আমনা উরুজ স্বাগত জানান নাট্যকারকে। এর কিছুক্ষণ পরই একটি সশস্ত্র দল ঘরে প্রবেশ করে খলিলুর রহমানের শরীর তল্লাশি করে এবং তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, আইফোন ১১ সিরিজের একটি মোবাইল ফোন, ব্যাংকের একটি এটিএম কার্ড এবং তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করে।

অপহরণকারীরা খলিলুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই লাখেরও বেশি অর্থ উত্তোলন করে নেয়। এরপর মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা অর্থ দাবি করে সশস্ত্র দলটি। মুক্তিপণ না দিলে হত্যা করার কথা বলা হয়।

এ ঘটনার কিছুদিন পর বিস্তারিত সব এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন নাট্যকার খলিলুর রহমান। এরপর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২১ জুলাই থানায় এফআইআর দায়ের করা হয়, শুরু হয় তদন্ত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত