Ad T1

‘এই জামানার মেয়ে’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৫: ৩৩

নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। রাজনৈতিক রোষানলের কারণে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন গানের জগৎ থেকে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও মৌলিক গান নিয়ে ফিরেছেন তিনি। গত ঈদ উপলক্ষে ‘রঙ্গন মিউজিক’-এ ৪ এপ্রিল প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর কণ্ঠে নতুন গান ‘এই জামানার মেয়ে’ গানটি।

দীর্ঘদিন পর নতুন মৌলিক গান প্রকাশ পাওয়ার পর আলোচনায় চলে এসেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। গানটি লিখেছেন মো. জামাল হোসেন। সুর-সংগীত করেছেন কিশোর দাস। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ‘এই জামানার মেয়ে’র ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল অলংকার চৌধুরী।

গানটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘জামাল ভাই একদম সময়োপযোগী একটি গান লিখেছেন। কিশোরও চমৎকার সুর-সংগীত করেছে। আমার কাছে মনে হয়েছে, গানটি আমার জন্যই লেখা হয়েছিল এবং সুর করা হয়েছিল, যে কারণে গানটি গেয়েও আমার ভীষণ ভালো লেগেছে। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। এতে অলংকার এই জামানার মেয়ের ভূমিকায় নিজেকে বেশ মানিয়ে নিয়ে অভিনয় করেছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার সুর এবং সবমিলিয়ে বেশ সুন্দর একটি মিউজিক ভিডিও করা হয়েছে, যে কারণে দর্শকের কাছেও ভালো লাগছে গান ও মিউজিক ভিডিও। আশা করছি এই গানের দর্শকপ্রিয়তা আরো অনেক বাড়বে। ধন্যবাদ জামাল ভাইসহ রঙ্গন মিউজিকের সবাইকে—এত চমৎকার একটি গান করার জন্য। দর্শকের প্রতি, শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সবসময়ই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।’

অন্যদিকে ডলি সায়ন্তনীর একটি গানে সহশিল্পী হলেন তারই তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা। মা ও মেয়ে মিলিয়ে চার শিল্পী গাইলেন ‘পারি না ভুলতে তোকে’ শিরোনামের গান। এসকে দ্বীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। গত বৃহস্পতিবার রাতে ডলির ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশিত হয়েছে।

তিন কন্যাকে নিয়ে গাওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘সংগীত বলয়ের মাঝেই আমার তিন মেয়ের বেড়ে ওঠা। গানের চর্চাও ধরে রেখেছে ওরা। তারপরও কখনো ভাবিনি, আমার কোনো গানে ওদের সহশিল্পী হিসেবে পাব। মূলত আমার স্বামী ফাইজান খান পরামর্শ দিয়েছিল মেয়েদের সঙ্গে গান গাওয়ার; বলেছিল, আমরা একসঙ্গে গাইলে দারুণ কিছু হবে। তার পরিকল্পনায় মূলত একসঙ্গে গান গাওয়া শুরু। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত