বিনোদন রিপোর্টার
দর্শকদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে এরই মধ্যে গানের দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এ প্রজন্মের গায়িকা শিল্পী বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে প্রকাশিত একাধিক গান পার হয়েছে কোটি ভিউ। এর মধ্যে ‘মন পিঞ্জিরা’, ‘রঙ্গিলা কইতর’, ‘উড়াল পাখি’, ‘কলিজার পাখি’ ও ‘সোনা পাখি’ বেশ জনপ্রিয়তা পায়।
এবার শিল্পী বিশ্বাসের কণ্ঠে প্রকাশিত হলো নতুন গান ‘বন্ধু আমার প্রাণে না আসিল’। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন এসডি সাগর।
গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ‘অনেক দিন থেকেই গীতিকার তারেক আনন্দের কাছে আমি একটি গান চাচ্ছিলাম। অবশেষে চমৎকার কথার এই গানটি আমাকে দিলেন। খায়রুল ওয়াসী সুন্দর সুর করেছেন। এসডি সাগরের সংগীতায়োজনে আমার কণ্ঠে ‘বন্ধু আমার প্রাণে না আসিল’ গানটি আশা করি ভালো লাগবে শ্রোতাদের।’
শিল্পীর কণ্ঠে ‘কোমরের বিছা করুম’ গানটি দুই মাসে ৭৫ লাখের বেশি শ্রোতা ইউটিউবে শুনেছেন। এ ছাড়া ‘আমারও তো মন খারাপ হয়’ গানটিও শ্রোতাদের বেশ পছন্দের।
দর্শকদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে এরই মধ্যে গানের দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এ প্রজন্মের গায়িকা শিল্পী বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে প্রকাশিত একাধিক গান পার হয়েছে কোটি ভিউ। এর মধ্যে ‘মন পিঞ্জিরা’, ‘রঙ্গিলা কইতর’, ‘উড়াল পাখি’, ‘কলিজার পাখি’ ও ‘সোনা পাখি’ বেশ জনপ্রিয়তা পায়।
এবার শিল্পী বিশ্বাসের কণ্ঠে প্রকাশিত হলো নতুন গান ‘বন্ধু আমার প্রাণে না আসিল’। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন এসডি সাগর।
গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ‘অনেক দিন থেকেই গীতিকার তারেক আনন্দের কাছে আমি একটি গান চাচ্ছিলাম। অবশেষে চমৎকার কথার এই গানটি আমাকে দিলেন। খায়রুল ওয়াসী সুন্দর সুর করেছেন। এসডি সাগরের সংগীতায়োজনে আমার কণ্ঠে ‘বন্ধু আমার প্রাণে না আসিল’ গানটি আশা করি ভালো লাগবে শ্রোতাদের।’
শিল্পীর কণ্ঠে ‘কোমরের বিছা করুম’ গানটি দুই মাসে ৭৫ লাখের বেশি শ্রোতা ইউটিউবে শুনেছেন। এ ছাড়া ‘আমারও তো মন খারাপ হয়’ গানটিও শ্রোতাদের বেশ পছন্দের।
গত মাসের শেষদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘রিকশা গার্ল’ নামের সিনেমা। সিনেমাটিতে একজন রিকশাচালকের সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। যে কারণে এবার রিকশাচালকদের জন্য বিশেষ শো’র উদ্যোগ নেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগেবাংলাদেশের প্লেব্যাকে জনপ্রিয় নাম খান আসিফুর রহমান আগুন, যিনি আগুন হিসেবে পরিচিত। এ পর্যন্ত চলচ্চিত্রে গান গেয়েছেন প্রায় তিন হাজারের মতো। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার চলচ্চিত্রের গানে অভিষেক হয়।
২ দিন আগেসম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে বাঁধন সরকার পূজার নতুন গান ‘এক জনমে হাজার মরণ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর-সংগীত করেছেন অদিত রহমান। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।
৩ দিন আগেদুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার হুঁশিয়ার দিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
৩ দিন আগে