বিনোদন ডেস্ক
অনেক আগে এক টেলিভিশন টকশোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে অংশ নেন বারিশা হক। একপর্যায়ে তর্কযুদ্ধে জড়িয়ে যান দুইজনেই। সেখানে নাকি অনেক কান্নাকাটিও করেন বারিশা, আর তা দাবি করেছিলেন তনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো এক প্রসঙ্গে তনির ওপর ক্ষেপে কথা বলতে বলতে রীতিমতো কান্না করেন বারিশা। আর সেই ভিডিও নিয়ে নেটিজেনরাও তাকে কটাক্ষ করতে ছাড়েনি। অধিকাংশে মন্তব্য ছিল এমন- ‘কান্না করে মার্কেট পাওয়া যাবে না।’ আবার কারো স্পষ্ট মন্তব্য, সিম্প্যাথি পাওয়ার জন্য কান্না করেন বারিশা হক।
এ নিয়ে একবার ক্ষোভও উগড়ে দিয়েছিলেন বারিশা। লাইভে এসে বলেছিলেন, তার কান্না নিয়ে যারা ট্রল করেছিলেন, তাদেরকেও কান্না করতে হবে। বলেছিলেন, ‘ইন্টারভিউতে আমার অতীতের কথা নিয়ে আমি আবেগী হয়ে গেছি। ওইটা নিয়ে কিছু মানুষ ট্রল করেছে, কিছু মানুষ ছোট করেছে। অনেকে এতটাই কষ্ট দিয়েছে, যেটার আমি প্রাপ্য না। কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ফেরত পেয়ে যায়- এটাকে বলে কারমা।’
কিন্তু কেন এভাবে কান্না করেন বারিশা হক, তার ব্যাখ্যা দিলেন তারকা। সদ্য এক গণমাধ্যমে বারিশা হক বলেন, ‘আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি নেওয়ার জন্য- আসলে বিষয়টা এরকম না। আমি ছোট থেকেই কোমল হৃদয়ের একজন মানুষ। ইমোশনাল তো বটেই, কিন্তু এখন যেটা হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউর হয়েছি। থাকে না? কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়। তখন নিজের ইমোশনকে কন্ট্রোল করা যায় না।’
বারিশা হক অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ে কাজ করেন।
জুলাই-আগস্টজুড়ে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থান ফলে সরকারপ্রধান পালিয়ে গেলে সব হিসাব বদলে যায়। নতুন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার লক্ষ্যে নতুন করে জুরি বোর্ড গঠিত হয়। নতুন জুরি বোর্ড ২০২৩ সালের সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের বাছবিচার শুরু করে।
৮ ঘণ্টা আগে‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’- ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক ‘স্পেশাল মেনশন এওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেয় ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
১ দিন আগেআজ থেকে চার বছর আগে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘আনাড়ি কারগির’ শিরোনামের একটি গান। সেই গানটিই ছিল মো. জামাল হোসেনের লেখা সালমার গাওয়া রঙ্গনের জন্য কোনো প্রথম গান। গানটির সুর সংগীত করেছিলেন মুহিন খান।
১ দিন আগেজায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। সিনেমাটি ফ্রান্স ও কানাডার দুটি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হবে ফ্রান্সের টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালের দশম ও কানাডার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল
২ দিন আগে