ফেনী প্রতিনিধি জানান, নাঈম ফেনী শহরের মাস্টারপাড়ায় বসবাসরত সাউথইস্ট ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোতাহার হোসেন শাহীনের ছেলে। গতকাল বিকেলে নাঈমদের বাসায় আত্মীয়স্বজনসহ প্রতিবেশীরা এসে তাঁর পরিবারকে সান্ত্বনা দিতে দেখা গেছে। তবে পরিবারের কোনো সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।