Ad T1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে ছাত্রীদের বাধা

প্রতিনিধি, চবি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ০৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গিয়ে ছাত্রীদের বাধার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, রাতে শেখ হাসিনা হলের নামফলক ও নৌকার স্থাপনা ভাঙতে যান কয়েকজন শিক্ষার্থীরা। কিন্তু তাদের বাধা দেন একই হলের কিছু ছাত্রী। একপর্যায়ে শিক্ষার্থী, সাংবাদিক ও প্রক্টরিয়াল বডির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ সময় ঢাকা মেইলের ক্যাম্পাস প্রতিনিধি রেদোয়ান আহমেদকে মারধর ও সমকালের ক্যাম্পাস প্রতিনিধি এসএম মাহফুজের ফোনও কেড়ে নেয়া হয়।

জড়িতদের ভিডিও ও ছবি সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চবি সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার।

সহকারী প্রক্টর নাজমুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বসে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেয়া হবে। আর সাংবাদিক মারধর ও ফোন কেড়ে নেয়া স্বাধীন সাংবাদিকতা পেশার জন্য হুমকিস্বরূপ। ভুক্তভোগী সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলে জড়িতদের শাস্তি দেওয়া হবে।

বিষয়:

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত