Ad T1

ছাত্রলীগের বিচার চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

প্রতিনিধি, জবি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫৪

জুলাই বিপ্লবের আগে ও আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোয় ছাত্রলীগের বিচার ও তাদের দোসরদের তদন্ত সাপেক্ষে শাস্তি চেয়ে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বরাবর এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তাদের সেসব কর্মকাণ্ডের বিচার করে সাজা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী দোসরের ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানান সংগঠনটি।

স্মারক লিপিতে বলা হয়, বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে অতিদ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে। দীর্ঘ দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিপীড়িত শিক্ষার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত